মীরসরাইয়ে যুবদল নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ১২:৪৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড কয়লায় এক উপজাতি কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (১১ মে) বিকেল ৫ টার সময় ইউনিয়ন যুবদলের সদস্য আবুল কাশেম (৩৮) কয়লা মধ্য টিলায় অভিযোগকারী ঐ উপজাতির বাড়িতে ধর্ষণের চেষ্টা করে।

অভিযুক্ত আবুল কাশেম কয়লার ইসলামাবাদ গ্রামের আবদুল কাদেরের পুত্র। এ বিষয়ে ভিকটিমের মা রত্না বালা ত্রিপুরা জোরারগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।

এজাহারে তিনি উল্লেখ করেন, আমি লেবু তোলার কাজে বাইরে থাকার সুবাদে অভিযুক্ত ব্যক্তি আমার বাড়িতে পানি খাওয়ার নাম দিয়ে যায়। আমার মেয়ে পানি দিতে এলে ঐ ব্যক্তি আমার মেয়ের উপর ঝাপিয়ে পড়ে। টানাহেঁচড়া করে কাপড় ছিঁড়ে ফেলে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ঐ ব্যক্তি পালিয়ে যায়।

ভিকটিমের বাবা পঞ্চরায় ত্রিপুরা বলেন, এই লম্পট আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। আমি স্থানীয়দের জানালে তারা আইনের আশ্রয় নিতে বলে। আমি এই ধর্ষকের শাস্তি দাবির জানাই।

অভিযুক্ত আবুল কাশেমের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি পঞ্চরায় ত্রিপুরার কাছে ৫ হাজার টাকা পাই। সে টাকা চাইতে বাড়িতে যাওয়ায় তারা আমাকে নিয়ে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। প্রায় সময় ঐ পরিবার আমার থেকে টাকা ধার নেয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ধর্ষণ চেষ্টার বিষয়ে মামলা করেছে পরিবার। শীঘ্রই আসামিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা