মীরসরাইয়ে কোন কোন স্থানে কাল বৈশাখীতে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এবার অনুকূল আবহাওয়ার দরুণ বোরো ধানের প্রত্যাশিত ফলন হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। হালকা বৃষ্টি ও বৈশাখী ঝড়ের কারণে পুনরায় বড় ক্ষতির আশঙ্কায় কোন কোন স্থানে কৃষকরা বোরা ধান ঘরে তুলতে নেমে গেছে ফসলের মাঠে।
সরেজমিনে দেখা গেছে, মীরসরাই উপজেলা কিছু এলাকায় ফসলের মাঠে ধান কাটতে ব্যস্ত অনেক কৃষক। পূর্ব কাটাছরা গ্রামের কৃষক আবুল হোসেন বেশ কয়েকজন ধানকাটার লোক নিয়ে ধান কাটছিলেন। ফলন কেমন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, গতবার আগাম ঝড় ও বৃষ্টিপাতের কারণে কিছু ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল। এবার শুরুতে তাপদাহ থাকলেও বৈশাখী ঝড়ে তাপমাত্রা একটু কমে আসায় স্বস্তি আসলেও বেড়েছে ঝুঁকি। তবে আশা করা যাচ্ছে ফলন ভালো হবে। এবার বাজারে ভালো দাম পেলে সব পুষিয়ে উঠবে।
এবারের নতুন জাতের বোরো বীজের চাষাবাদের ধানে পোকামাকড়ের সংখ্যাও কম বলে জানান কৃষকরা।
এ বিষয়ে মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, এবার পরীক্ষিত ও ভালো জাতের ধানের বীজ সরবরাহ করা হয়েছিল। আশা করা যাচ্ছে ফলন ও লক্ষ্যমাত্রা যথার্থ থাকবে। উপজেলায় এবার ১৯২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। গত বছর থেকে প্রায় শত হেক্টর বেশি।
কৃষি কর্মকর্তা আরো বলেন, কয়েকদিনের তাপদাহের দরুণ এবার আগাম পেকেও গেছে বোরো ধান। তাই কৃষকরা এখন থেকেই ঘরে তোলা শুরু করেছে ধান। অনেক কৃষক তাপদাহের কারণে শ্রমিক সংকটের আশঙ্কাও করছেন।