মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার সদর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্র মারা গেছেন। গত সোমবার দুপুর ১২টায় মিঠাছড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত অয়ন কুমার দাস (১৯) ওই এলাকার রূপন কুমারের ছেলে। স্থানীয়রা জানায়, নিহত অয়ন তাদের নির্মানাধীন ঘরে পানি ছিটানোর জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শর্ট সার্কিটে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত অয়ন কুমার দাস মীরসরাই কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। এদিন বিকেল ৪টায় তার বাড়ির শ্মশানে তাকে সমাধিস্থ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা হাকিম কলেজে ম্যানেজমেন্ট ফেস্ট
পরবর্তী নিবন্ধসাতকানিয়া খাগরিয়ায় শীবতবস্ত্র বিতরণ