মীরসরাইয়ে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বিদেশি ও দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাত পৌনে ৩টার সময় বারইয়ারহাট পৌরসভার কলেজ গেইট থেকে উক্ত মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক জিম্মায় রাখার দায়ে মো. জাহেদ হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মীরসরাইয়ের সার্কেল এএসপি মনিরুল ইসলাম জানান, জোরারগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন হিজরা ফারুকের ভাড়টিয়া জাহেদদের বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় ঘরের ভেতর থেকে ৭১ বোতল বিদেশি মদ ও ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১০ হাজার ৮৭৫ টাকা। এ ঘটনায় মো. জাহেদ হোসেনকে আটক করা হয়ছে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহেদ হোসেন জানান, মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছ। ধৃত ব্যক্তিতে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতারের নিচে বালুর স্তূপ, খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন