মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার থেকে বিক্রির সময় ৪টি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন জানান, গত বৃহস্পতিবার বড়তাকিয়া বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিক্রিকালে চারটি টিয়া পাখি উদ্ধার করা হয়। এরপর এলাকার জনগণ ও বনকর্মীরা উক্ত পাখিগুলো বড়তাকিয়া বনবিট এলাকায় অবমুক্ত করেন।
এছাড়া নোয়াখালী উপকূলীয় বন বিভাগের উদ্ধার করা একটি অজগর সাপ ও একটি বানর বড়তাকিয়া বিটের অধীনে তারারঘোনা এলকায় অবমুক্ত করা হয়েছে।