মীরসরাই উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ সংস্কারের জন্য সহযোগিতা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর, কাটাছরা, মিঠানালা, ইছাখালী, জোরারগঞ্জ, হিঙ্গুলী ও করেরহাট ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের বাড়ি গিয়ে অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত ৪০ জনকে নগদ ৫ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।
এ আর্থিক সহায়তা প্রদান করেন স্থানীয় খবরিকার প্রধান সম্পাদক সৈয়দ আব্দুল আলীম তুহিন। খবরিকার ব্যবস্থাপনায় উক্ত মানবিক উপহার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুল হক, সৈয়দ সাইফুল হাদী, নুরুস ছোবহান ভূঞা, নুরুল হুদা ভূঞা, সৈয়দ মাঈনুর হাদী, সৈয়দ সিবজাত উল্লাহ, সাংবাদিক মাহবুব পলাশ, রাজিব মজুমদার, নাছির উদ্দিন, রনজিত কুমার ধর, কামরুল ইসলাম, নিয়াজ উদ্দিন নিপু ও তাকিবুর রহমান প্রমুখ।
সৈয়দ আব্দুল আলীম তুহিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আমি আমার সাধ্যমতো যেভাবে দাঁড়িয়েছে এভাবে সামর্থ্যবান সকলে এগিয়ে এলে কারোই দুঃখ কষ্ট আর থাকবে না।