মীরসরাইয়ে প্রাইভেটকারসহ একটি গরু জব্দ করেছে পুলিশ। গরুটি ওই কারে পাওয়া গেছে। তবে আটকের দুদিন পর্যন্ত গরু ও মালিকের খোঁজ পাওয়া যায়নি।
গত বুধবার ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ তালবাড়িয়া এলাকা থেকে কারসহ গরুটি জব্দ করা হয়। পুলিশ জানায়, থানাপুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান হিসেবে মহাসড়কে গাড়ি তল্লাশি করছিল। এসময় একটি প্রাইভেটকার পুলিশ দেখে চেকপোস্ট থেকে একটু আগে থেমে যায়। এসময় প্রাইভেটকারে থাকা ৫–৬ জন দৌঁড়ে পালিয়ে যান। আরোহীদের পালিয়ে যাওয়ার কারণ জানতে গিয়ে পুলিশ কারের কাছে গিয়ে দেখে গাড়ির পেছনের সিটে একটি গরু বেঁধে রাখা। পরে কার ও গরুটি জব্দ করে পুলিশ।
এ ঘটনার ২ দিন পার হলেও গরুর বাছুর ও প্রাইভেটকারের মালিকানা দাবি করে থানায় কেউ যোগাযোগ করেননি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এর রহস্য উদ্ধার করতে গরু চোর সিন্ডিকেটটি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, গরুটি যথাসম্ভব ফেনীর ছাগলনাইয়া কিংবা মুহুরীগঞ্জ এলাকার হতে পারে। আমরা সংশ্লিষ্ট থানায় বার্তা পাঠিয়েছি। উপযুক্ত তথ্য–প্রমাণ পেলে মালিকের কাছে গরুটি হস্তান্তর করা হবে।