মীরসরাইয়ে ঝরনায় নিখোঁজের ৩ দিন পর মিলল শিক্ষার্থীর লাশ

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৫৩ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনায় ঢাকা থেকে ১৩ বন্ধুকে নিয়ে বেড়াতে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাতুর রহমান মজুমদার । মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিখোঁজ হন তিনি। অবশেষে গতকাল বৃহস্পতিবার দুপুরের পর ঝরনার কূপে তার লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিস কর্মীরা তা উদ্ধার করেন।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝরনা এলাকায় ঝর্নার প্রতিটি ধাপে খুঁজেও সিফাতুরের সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তল্লাশি শুরু করে। অবশেষে দুপুরের দিকে ভাসমান লাশ উদ্ধার করা হয়। সিফাতুর রহমান মজুমদার ঢাকার মিরপুর১ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে ইউনির্ভাসিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের শিক্ষার্থী।

মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত ) দ্বীপ্তেশ রায় জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে দুইটি আবাসিক হোটেলে ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার ১১
পরবর্তী নিবন্ধগাড়ি আটকিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই পটিয়ায় ২ জনের বিরুদ্ধে মামলা