জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদানের বিশেষ ক্যাম্পেইন করতে যাচ্ছে সরকার। তারই ধারাবাহিকতা মীরসরাইয়ে জরায়ু ক্যান্সার প্রতিরোধে প্রথমবারের মতো ২৫ হাজারের অধিক নারী শিশু এইচপিভি টিকা পাবে।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতাল থেকে এই তথ্য পাওয়া যায়।
আগামী ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রথম ১০ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিশুদের বাকি ৯ নভেম্বর থেকে ৮ দিন স্কুলের বাহিরে নারী শিশুদের টিকা প্রদান করা হবে।
মীরসরাই উপজেলার ৩৫৫টি স্কুল, মাদ্রাসা ও কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর ২৩ হাজার ৯শত ৪৬জন নারী শিশুরা এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ১ হাজার ১শত ৭জন নারী শিশু এই টিকাদানের আওতায় আসবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিদ্যালয় এবং মাদ্রাসার ৫ম থেকে ৯ম শ্রেণিভুক্ত নারী শিশু এবং বিদ্যালয় বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সি নারী শিশুরা টিকা পাওয়ার যোগ্য হবে। স্বাস্থ্য বিভাগের নির্ধারিত এপস-এর মাধ্যমে নিবন্ধিত করার পরেই টিকা প্রদান করা হবে।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, উপজেলার ৩৫৫টি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর ২৩ হাজার ৯শত ৪৬জন নারী শিশু এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ১ হাজার ১শত ৭জনসহ মোট ২৫হাজার ৫৩ জন নারী শিশুকে এই টিকা প্রদান করা হবে।