মীরসরাইয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

‎মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৯:২২ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাইদুল হক নামে এক নেতাকে গ্রেফতার করেছে মীরসরাই থানা পুলিশ।

‎বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের মীরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রবেশ মুখ থেকে প্রাইভেটকার তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইদুল উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ইসলামপুর এলাকার আমিনুল হকের পুত্র।

‎জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জয়-লেখক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন সাইদুল হক।

‎মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল প্রবেশ মুখে বড়তাকিয়া বাজার থেকে প্রাইভেটকার তল্লাশি করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য সাইদুল হককে গ্রেফতার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদ্বীনের পথে চলতে কারো পরোয়া না করে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধমেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই : হাইকোর্ট