মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল রাত ১১টায় মীরসরাই উপজেলার বামনসুন্দর সড়কে এই খুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মীরসরাই থেকে নৌকার মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল এর মনোনয়ন প্রাপ্তির পর মীরসরাই আগমন উপলক্ষে বিকেল থেকে উপজেলার বিভিন্ন স্থানে চলছিল শোডাউন ও উৎসবমুখর মিছিল এবং স্লোগান। এই উপলক্ষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও পুত্র রুহেলকে শুভেচ্ছা জানাতে অগনিত নেতাকর্মী রাতে ভিড় করছিলেন শান্তিরহাটস্থ তার বাড়িতে। এসব কর্মসূচি শেষে রাত ১১টার দিকে বাড়ি ফিরছিলেন মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী জিয়াউল হাসান জুয়েল (২২)। তিনি মিঠানালার মো: আলমগীরের পুত্র। মিঠাছরা থেকে বামনসুন্দর সড়কের রাজাপুকুর রাস্তার মাথা অতিক্রমকালে তাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। এক পর্যায়ে ছাত্রলীগের সহকর্মীরা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপে্লেক্স জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: ফাহিম জালাল বলেন, জুয়েল এখানে আসার আগেই মৃত্যুবরণ করেছে। তার শরীরে গুরুতর আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। এই বিষয়ে মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, আমরা ঘটনা জেনেই মিঠানালা এলাকায় পুলিশ মোতায়েন করেছি। খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।