মীরসরাইয়ে চৌধুরীপাড়া জামে মসজিদের উদ্বোধন

| শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের নয় দুয়ারিয়া এলাকায় চৌধুরীপাড়া জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এই মসজিদের উদ্বোধন করেন মাহবুবুর রহমান রুহেল এমপি এবং বিজিএমএইএ নির্বাচনে পরিচালক প্রার্থী ও ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী।

পরে মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করা হয়। এর আগে মসজিদ পরিদর্শন করেন বিজিএমইএ নির্বাচনে প্রথম সহসভাপতি প্রার্থী কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান ও পরিচালক প্রার্থী এলার্ট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ মনসুর, পরিচালক প্রার্থী চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিক চৌধুরী, কৃষাণ নিটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিব্বির আহমেদ। মসজিদ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক প্রার্থী এনআরসি নীট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ উর রহমান, পরিচালক প্রার্থী প্রগ্রেসিভ এপারেলস ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ কাদের চৌধুরী, ফোরাম চট্টগ্রামের সহসাংগঠনিক সম্পাদক কাজী মো. শফিকুল ইসলাম টিটু, লায়ন্সের কেবিনেট সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকী, গ্যাট টিমের সদস্য আসরাফুল আলম আরজু, আ জ ম সাইফুল ইসলাম টুটুল, ইউসুফ চৌধুরী, ওসমান গণি, শহিদ সরওয়ার ম্যাক্সিম, তারেক কামাল, আরজু খান, ইসমত আরা খান, তাহের আহমেদ, এ কে এম নবিউল হক সুমন, মইন উদ্দিন চৌধুরী, কামরুল আলম,কামরুজ্জামান লিটন প্রমুখ। মসজিদ উদ্বোধন শেষে ১০ জন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে শুরু হলো দুই দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী
পরবর্তী নিবন্ধস্বপ্নবাজ মানবিক চেতনার মানুষের প্রস্থান