মীরসরাইয়ে গাড়ি উল্টে বিমান বাহিনীর ৫ জনসহ আহত ৭

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৪৬ পূর্বাহ্ণ

মীরসরাই প্রতিনিধি 

মীরসরাই সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে বিমান বাহিনীর গাড়ি উল্টে বাহিনীর ৫ জনসহ ৭ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ি যাওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারালে বিমান বাহিনীর ট্রাকটি রাস্ত্তার পাশে উল্টে যায়। এ সময় বিমান বাহিনীর ৫ সদস্য এবং ২ জন বেসামরিক ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মীরসরাই সদর সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাজিব হোসাইন জানান, দুর্ঘটনা কবলিত হয়ে আহত বিমান বাহিনীর জুয়েল ইসলাম (৪৮), তাজুল ইসলাম (৪২), বাহার উদ্দিন (৫০), জসীম উদ্দিন (৪৫) ও মোহন (৩৫) এবং দুজন সিভিল ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সকলেই হাতেপায়ে ও বুকে বেশ ব্যথা পেয়েছেন। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে ঊর্ধ্বতন অফিসারগণ এসে তাদের নিয়ে যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, তাদেরকে মীরসরাই সেবা আধুনিক হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস’মিলে কাঠের স্তূপে মিলল মেছো বাঘের দুই শাবক
পরবর্তী নিবন্ধরৌদ্রোজ্জ্বল দিনে লবণ উৎপাদন উৎসব