আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্টের উদ্যোগে ২৩ অক্টোবর মীরসরাই মস্তাননগর রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে ১০তম ওরশ মোবারক উপলক্ষে ঈমানী সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রকৃত ধারার এ যুগের পূণরূজ্জীবনকারী এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাফসিরুল কোরআনের মাশাহেদুল ঈমানের প্রণেতা একুশে পদক প্রাপ্ত হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্। প্রধান অতিথি বলেন, সত্যের সংযোগ ও সত্যে অটলতা এবং ঈমানী বিশ্বস্ততার অগ্নিশিখা আওলিয়া কেরাম, মহান রেসালাতে ইলাহীর বন্ধন ও নূরে ইলাহীর নূরের প্রবাহধারা আওলিয়া কেরাম, দয়াময় আল্লাহতাআলার উদ্দেশ্যে প্রাণাধিক প্রিয়নবীর প্রেমে প্রাণপণ উৎসর্গতার প্রদীপ আওলিয়া কেরাম, বস্তুবাদি আত্মিক মৃত্যু থেকে পবিত্র কলেমার চেতনায় ঈমানিয়াত ও ইনসানিয়াতের সঞ্জীবনী শক্তি আওলিয়া কেরাম, কুফর জুলুমের স্বৈরদস্যুতা মুলুকিয়তের রূদ্ধতামুক্ত জীবন ও দুনিয়া খেলাফতে ইনসানিয়াতের দিশারী আওলিয়া কেরাম, প্রাণপ্রিয় আহলে বায়েত, মহামান্য খোলাফায়ে রাশেদীন, মহান মকবুল সাহাবায়ে কেরাম, সত্যের ইমামবৃন্দের উত্তরাধিকার আওলিয়া কেরাম, প্রবৃত্তির বিণাশী দাসত্ব ও পার্থিব হীনমোহের শিকল থেকে আত্মার মুক্তি ও জীবনের আসল লক্ষ্যে অভিযাত্রার আলো আওলিয়া কেরাম, জীবনের চুড়ান্ত সাফল্য তাওহীদ রেসালাতের কবুলিয়াতে ধন্য ও নৈকট্যে একাকার জীবন ও খেলাফতে ইসলামের আলোকবর্তিকা আওলিয়া কেরাম। প্রেস বিজ্ঞপ্তি।