মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ইসলামপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘঠনায় ছয়টি বসতঘর আগুনে পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বন্যার ক্ষতিগ্রস্ত মানুষগুলোর ক্ষত শুকানোর আগে এবার আগুনে নিঃস্ব হয়ে গেল। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গেছে। সবার উচিত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো।
ক্ষতিগ্রস্তরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ছয়টি পরিবার নিঃস্ব হয়ে যায়। ধান, চাল, স্বর্ণালঙ্কার, মূল্যবান আসবাবপত্র সহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কাশেম পাটোয়ারি বলেন, খবর পেয়ে দ্রুত ঘঠনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রায় ২০ লাখ টাকার মালামাল রক্ষা করতে পেরেছি।