মীরসরাইয়ে আগুনে পুড়ল টেইলার্সের দোকান

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

রাতে খবর আসে আগুনে পুড়ে গেছে দোকান। কষ্টে উপার্জিত অর্থে কেনা ৫ লাখ টাকার সেলাই মেশিন ও দোকানে থাকা সবকিছু পুড়ে যাওয়ায় বাকরুদ্ধ হয়ে পড়ে দোকান মালিক দিদারুল ইসলাম। গত রোববার মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারে পুড়ে যায় দিদারুল আলম কোয়ালিটি টেইলার্স নামের ওই দোকান। গত রোববার রাত ১২টায় মিঠাছরা বাজারের সোলাইমান মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করে টেইলার্সের দোকানে আগুন লাগে। মসজিদের মাইকে আগুন লাগার খবরে আশেপাশের মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে। নাহলে আরও অনেক দোকান পুড়ে ছাই হয়ে যেত। তবে টেইলার্সের দোকানে সবকিছু পুড়ে গেছে। মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, স্থানীয় জনগণ ও ফায়ার ম্যানের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ছাত্রকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসা পরিচালক আটক
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ডাকাত, মলম পার্টির সদস্যসহ গ্রেপ্তার ৭