মীরসরাইয়ে অভিযানে ৬ হাজার মিটার ঘেরা জাল জব্দ

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১২ জুন, ২০২৪ at ৫:৫৪ অপরাহ্ণ

মীরসরাইয়ে ডোমখালী ঘাট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেল হতে মৎস্য বিভাগের অভিযানে ৬ হাজার মিটারের ৪ টি চরঘেরা জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ডোমখালী ঘাট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেল সিনিয়র মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ।

তিনি জানান, বাংলাদেশ সরকার কর্তৃক ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন যে কোন প্রজাতির সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলার ডোমখালী ঘাট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে বিশেষ অভিযানে ৬ হাজার মিটারের ৪ টি চরঘেরা জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড, মীরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবু সাঈদ। এছাড়া অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ এবং কোস্টগার্ড সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধহত্যার পর ৪ বছর আত্মগোপন, অবশেষে চট্টগ্রামে ধরা ২ আসামি
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার