কবি আসাদ চৌধুরীর কবিতা নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে’ আবৃত্তি দিয়ে শুরু হওয়া কবিতা আর গানে মীরসরাইয়ের আরশীনগর ফিউচার পার্কের বাউল মঞ্চে অনুষ্ঠিত হলো শীতকালীন কবিতা উৎসব। যুগান্তর স্বজন সমাবেশ ও খবরিকার যৌথ উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী কবিতা উৎসব কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে এবং সাংবাদিক নাছির উদ্দিন ও সানোয়ার ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আব্দুল আলীম তুহিন। প্রধান আলোচক ছিলেন অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর। কবিতা আবৃত্তি করেন শুক্কুর চৌধুরী, আলমগীর হোসেন, শিমলা চৌধুরী, খালেছা খানম, শিল্পী জারিন সুবাহ, শাহাদাত হোসেন লিটন, প্রফেসর আক্তারুজ্বামান, মোহাম্মদ মুসা, হোছাইন সবুজ, সুবর্ণা চক্রবর্তী, হারাধন চক্রবর্তী, যেবা সামিহা, ইসরাত জাহান, ফারহা, আলিফা, তাকিবুর রহমান ও তানজিলা তানজু। উপস্থিত ছিলেন আবুল খায়ের, শরিফ উদ্দিন শিবলু, ডা.সালাহ উদ্দিন, আব্দুল্ মান্নান রানা, মামুন নজরুল, জাবেদ হোসাইন, রিপন গোপ পিন্টু, তছলিম হোসেন, নিমাই দাস, ডা. তাছনিম মাহবুব তানহা, তাছলিমা চৌধুরী সুরভী প্রমুখ। শেষে মহসিন আলীকে সভাপতি ও সানোয়ার ইসলাম রনিকে সাধারন সম্পাদক করে যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।