মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামে পুকুরের পানিতে ডুবে আহমেদ আহসাফ আরাফ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। আরাফ ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদ হোসেনের ছেলে। শিশুটির জেঠাত ভাই সায়েম জানায়, সে ঘরেই ছিল। হঠাৎ করে তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে থাকে। পরে বাড়ির পাশের নিকটস্থ পুকুরে ঘাটের কাছে তার নিথর দেহ ভাসতে দেখা যায়। পানি থেকে তুলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বারইয়ারহাট পৌরসভার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় মেম্বারের একমাত্র সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে রাব্বি নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টায় কুতুবদিয়া উপজেলা সদরের বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনী গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজম কলোনী গ্রামের মো. রুবেলের ছেলে রাব্বি শনিবার সন্ধ্যায় পরিবার সদস্যদের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।