নগরীর ডবলমুরিং এলাকায় পানির পাম্প মেরামতকালে দ্বগ্ধ মো. শাহ আলম (৩৮) নামে একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার সন্ধ্যায় রাজধানীতে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শাহ আলম চৌমুহনী এলাকার বেলাল খান বাড়ির সুলতান কলোনির আদম আলী আকমের ছেলে। নিহতের শ্যালক মো. মানিক খান গতকাল সন্ধ্যায় প্রতিবেদককে জানান, সোমবার রাতে নিহতের লাশ ঢাকা থেকে চৌমুহনী পৌঁছার পর দাফনকার্য সম্পন্ন করা হবে।
নিহত শাহ আলমের শ্যালক মেহরাজ খান বাবলু ও মো. অবুজ মিয়া নামে আরও দু’জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত শনিবার রাতে ডবলমুরিং থানাধীন মীরপাড়া এলাকায় তিনতলা একটি ভবনের নিচতলায় পানির পাম্প মেরামতকালে বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ভবন মালিক নজরুল ইসলাম বাবুলসহ চারজন অগ্নিদ্বগ্ধ হন।