মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে তদন্ত আহ্বান অ্যামনেস্টির

| শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

মিয়ানমারের জান্তা নেতা মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মিয়ানমার সঙ্কট নিয়ে আজ শনিবার জাকার্তায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে হ্লাইংয়ের। এর আগেই তার বিরুদ্ধে তদন্তের এই আহ্বান জানাল অ্যামনেস্টি। তবে এ খবরের ব্যাপারে মিয়ানমার কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি। খবর বিডিনিউজের। অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়েছে, “ইন্দোনেশিয়া জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেশনের সদস্যদেশ হওয়ায় তাদের ভূখন্ডে কোনও সন্দেভাজন অপরাধীর বিচার কিংবা তাকে হস্তান্তর করার আইনগত বাধ্যবাধকতা আছে। এবারের আসিয়ান সম্মেলন মিয়ানমার সঙ্কট সমাধানের প্রথম জোরাল পদক্ষেপ। ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনী শত শত গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীকে হত্যা করেছে। এই প্রেক্ষাপটে এবারের সম্মেলনটি আসিয়ানের জন্য এক পরীক্ষাও। কারণ, এই জোট সাধারণত কোনও সদস্যদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করে না এবং সর্বসম্মতির ভিত্তিতে কাজ করে। এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক উপপ্রধান পরিচালক এমারলিন গিল বলেন, “মিয়ানমারে সামরিক বাহিনী যে সঙ্কট সৃষ্টি করেছে তাতে আসিয়ান ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছে।”

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধপটিয়ায় বাহুলী গণহত্যা দিবস পালিত