সীমান্তে উত্তেজনা, মাদক পাচার, স্থল মাইন ও বিদ্যুতায়িত কাঁটাতার স্থাপন নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়ে মিয়ানমার ‘ইতিবাচক মনোভাব’ দেখিয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। তিনি বলেছেন, দুই দেশের সীমান্ত সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হলেও সুনির্দিষ্ট কোনো দিনক্ষণের কথা হয়নি। গত ২৪ থেকে ২৭ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপিদোয় দুই দেশের অষ্টম সীমান্ত সম্মেলনে অংশ নেয় ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল।
সম্মেলনের অভিজ্ঞতা জানাতে গতকাল মঙ্গলবার ঢাকার পিলখানায় বিজিবি সদরদপ্তরে সংবাদ ব্রিফিংয়ে আসেন বিজিবির মহাপরিচালক। খবর বিডিনিউজের। তিনি বলেন, আমরা বাংলাদেশের ইস্যুগুলো গুরুত্ব সহকারে তুলে ধরেছি। আর মিয়ানমারের কর্তকর্তারা সেগুলো আমলে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছেন। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়েও তারা (মিয়ানমার) কাজ করে যাচ্ছেন, আমরা ইতিবাচক ফলের আশা করছি। মিয়ানমার সীমান্তে গোলাগুলি, স্থল মাইন পুঁতে রাখা, বিদ্যুতায়িত কাঁটাতার– এতকিছুর পরেও এবারের সীমান্ত সম্মেলনে মিয়ানমারের ‘ইতিবাচক মনোভাব’ দেখার বিষয়টি ব্যাখ্যা করে মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, একটা বিষয় নিয়ে যখন আলোচনা হয়, তখন একজন বলে এবং আরেকজন শোনে। যে বলে, সে কিন্তু বুঝতে পারে যে শুনছে তার শোনাটা কেমন। এজন্য বারবার বলছি, আমি তিন পর্যায়ে আমাদের ইস্যুগুলো নিয়ে কথা বলেছি এবং প্রত্যেকটি জায়গায় তারা ধৈর্য্য সহকারে আমার কথা শুনেছে।