মিয়ানমারে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান রোহিঙ্গা নেতার

| মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের নেতাদের বন্দি করে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার নিন্দা জানিয়েছেন একজন রোহিঙ্গা নেতা, যিনি এ জনগোষ্ঠীর বেশিরভাগ সদস্যের মত বাংলাদেশে শরণার্থী জীবনযাপন করছেন। রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্স বলেন, আমরা রোহিঙ্গা সমপ্রদায় মিয়ানমারে গণতন্ত্রকে হত্যার এই জঘন্য চেষ্টার নিন্দা জানাই। আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আমরা আহ্বান জানাই, আপনারা এগিয়ে আসুন, যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। খবর বিডিনিউজের।
২০১৭ সালের ২৫ অগাস্ট রাখাইনে নিরাপত্তা বাহিনীর বেশ কিছু স্থাপনায় ‘বিদ্রোহীদের’ হামলার পর রোহিঙ্গাদের গ্রামে গ্রামে শুরু হয় সেনাবাহিনীর অভিযান। সেই সঙ্গে শুরু হয় বাংলাদেশ সীমান্তের দিকে রোহিঙ্গাদের ঢল। এরপর গত দুই বছরে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। তাদের কথায় উঠে আসে নির্বিচারে হত্যা, ধর্ষণ, জ্বালাও-পোড়াওয়ের ভয়াবহ বিবরণ, যাকে জাতিগত নির্মূল অভিযান বলে জাতিসংঘ। আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসুইস ব্যাংকে পাচারকৃত অর্থ ফেরত আনতে হাইকোর্টে রিট
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের এক বিচারককে হাই কোর্টে তলব