মিয়ানমারের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম, কক্সবাজারসহ তিন পার্বত্য জেলা। গত সোমবার মধ্যরাতে হওয়া এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোমবার রাত ১২টা ৫৭ মিনিটে কম্পন অনুভূত হয়েছে। কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিয়ানমারের চিন রাজ্যের ফালাম থেকে ৮১.৮ কিলোমিটার পূর্বে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আনুমানিক ১০৬.৮ কিলোমিটার গভীরে। চট্টগ্রামে অনেকে কম্পন অনুভব করার কথা বলেছেন। তবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে গত ২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্প পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেয়। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ওই ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়। এর পরের কয়েকদিনে বেশ কয়েক দফা মৃদু ভূমিম্প সারা দেশে আতঙ্ক ছড়ায়।












