মিয়ানমারের মনওয়া শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে আঘাত হেনেছে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প। মিয়ানমারের এই ভূমিকম্প বাংলাদেশের সীমান্তবর্তী চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু কিছু এলাকায় অনুভূত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে।
ভারতের মিজোরাম রাজ্যও ভূমিকম্পে কেঁপে ওঠে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।