সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। নিয়মিতভাবেই জান্তাবিরোধী বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে সরকারি বাহিনী। বাড়ছে হতাহতের সংখ্যা। গত রবিবার একদিনেই বিভিন্ন স্থানে বিক্ষোভে সরকারি বাহিনী গুলি চালালে ৫০ জনের মতো নিহত হয়। সোমবার নিহত হয় আরও ২০ জন। গতকাল মঙ্গলবার অ্যাডভোকেসি গ্রুপ অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১৮৩ নিহত হয়েছে।
এএপিপি-র হিসাব অনুযায়ী, ১৫ মার্চ পর্যন্ত দেশটিতে ধরপাকড়ের শিকার হয়েছেন দুই হাজার ১৭৫ জন। তাদের কাউকে গ্রেফতার করা হয়েছে, কারও বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কিংবা কাউকে সাজা দেওয়া হয়েছে। হতাহতদের বেশিরভাগই অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারী। তবে বিক্ষোভের সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তিদেরও প্রাণহানির ঘটনা ঘটেছে।