মিয়ানমারে জান্তাবিরোধী সন্তানদের সঙ্গে সম্পর্কচ্ছেদের হিড়িক

| মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৬ পূর্বাহ্ণ

প্রকাশ্যে ক্ষমতাসীন জান্তার বিরোধিতা করছে এমন ছেলে, মেয়ে, ভাতিজি, ভাতিজা ও নাতি-নাতনিদের সঙ্গে সম্পর্কচ্ছেদের হিড়িক পড়েছে মিয়ানমারে। গত তিন মাস ধরে প্রতিদিন গড়ে ছয় থেকে সাতটি পরিবার রাষ্ট্রায়ত্ত সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে তাদের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছে। মূলত জান্তা সরকারের ভয়েই পরিবারগুলো এমন পদক্ষেপ নিচ্ছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। নভেম্বরে জান্তা সরকার এক ঘোষণায় জানায়, তারা তাদের বিরোধীদের সম্পত্তি জব্দ করবে এবং প্রতিবাদকারীদের আশ্রয় দেওয়ার জন্য লোকজনকে গ্রেপ্তার করবে। এ ঘোষণার পর সেনাবাহিনী বাড়িতে বাড়িতে অভিযান চালানো শুরু করে। তারপর থেকেই বেশি বেশি সংখ্যায় এমন বিজ্ঞপ্তি দেখা যেতে শুরু করে। সামরিক শাসন প্রতিরোধের জন্য গঠিত সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেওয়া সাবেক গাড়ি বিক্রয়কর্মী লিন লিন বো বো তেমনি একজন যাকে তার বাবা-মা ত্যাজপুত্র করেছেন। এটিসহ এ ধরনের প্রায় ৫৭০টি বিজ্ঞপ্তি পর্যালোচনা করেছে। আমরা লিন লিন বো বোকে ত্যাজ্যপুত্র করার ঘোষণা দিচ্ছি কারণ সে কখনোই তার বাবা-মায়ের কথা শোনেনি, নভেম্বরে রাষ্ট্রায়ত্ত মিরর সংবাদপত্রে বোয়ের বাবা সান উয়িন এবং মা টিন সোয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে এমনটিই বলা হয়েছে। মিয়ানমার থেকে পালানোর পর ২৬ বছর বয়সী বো এখন থাইল্যান্ডের সীমান্তবর্তী একটি শহরে আছেন। সেখান থেকে তিনি জানান, তাকে খুঁজতে সৈন্যরা তাদের বাড়িতে যাওয়ার পর তার মা তাকে ত্যাজ্যপুত্র করেছেন বলে তিনি নিজেই তাকে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪২.২৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধব্যক্তিগত অনুষ্ঠানে নাচের জন্য ঐশ্বরিয়াকে ১০ কোটি রুপি দিয়েছিলেন জারদারি!