মিয়ানমার থেকে পাচারকালে ৮০ হাজার পিস ইয়াবার একটি চালান জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ডেইলপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, মিয়ানমার থেকে কয়েকজন মাদক কারবারি বাংলাদেশের দিকে আসছিল। এ সময় বিজিবির টহলদলকে দেখে তারা পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে লুঙ্গি দিয়ে মোড়ানো ইয়াবার চালান উদ্ধার করে বিজিবি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।