৭০তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসর বসছে ইসরায়েলে; দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় ভ্রমণ জটিলতা বিষয়টি বিবেচনা করে এবারের আসরে কোনো প্রতিযোগীকে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের। মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম জানান, আয়োজনের ভেন্যু হিসেবে ইসরায়েলের নাম জানার পর এ বছর মিস ইউনিভার্স বাংলাদেশের নিবন্ধন কিংবা কোনো আয়োজন করা হয়নি। চলতি বছরের ডিসেম্বরে ইসরায়েলের বন্দর নগরী এইলাটে বসছে সৌন্দর্য প্রতিযোগিতার এ বৈশ্বিক আসর। এবারের আসরে কোনো প্রতিযোগী পাঠানো না হলেও ২০২২ সালে মিস এ প্রতিযোগিতার ৭১তম আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানো হবে বলে জানালেন শফিকুল।