মিস ইউনিভার্স জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ

সেরা ত্রিশেই থামল মিথিলার যাত্রা

| শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

বিশ্বের সর্বোচ্চ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স ২০২৫’ জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ। ২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টা ব্যাংককের আইকনিক স্টেজে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড, যেখানে শেষ পাঁচে জায়গা করে নেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা, মেক্সিকো ও আইভরি কোস্টের প্রতিযোগীরা। বিচারকদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বেই নির্ধারিত হয় চ্যাম্পিয়ন। আর সেখানেই সবচেয়ে বেশি আলো ছড়ান ফাতিমা।

কয়েকদিন আগেই আয়োজকদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ত্যাগ করেছিলেন তিনি। নাওয়াত ইৎসারাগ্রিসিলের প্রকাশ্য বিরূপ মন্তব্যের পর সেই প্রতিবাদ বিশ্বজুড়ে তাকে পরিচিত করে ‘ভয়হীন নারী’ হিসেবে। ফাইনালের মঞ্চেও সেই দৃঢ় অবস্থান স্পষ্টভাবে ফুটে ওঠে। নারী অধিকার, আত্মসম্মান ও নেতৃত্ব নিয়ে করা প্রশ্নে তার আত্মবিশ্বাসী উত্তর পুরো হলজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ায়। খবর বাংলানিউজের।

ফাইনালে রানারআপ হন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রাভিনার সিংহ। শীর্ষ পাঁচে আরও ছিলেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে। মাত্র কয়েকদিন আগেও যে মঞ্চে ফাতিমাকে অপমান করা হয়েছিল, সেই একই মঞ্চেই তিনি শেষ পর্যন্ত মুকুট জিতে নিলেন। ব্যাংককে আয়োজিত এই মহাসমারোহে গতবারের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগের হাত থেকে মুকুট গ্রহণ করেন ২৬ বছর বয়সী ফাতিমা। এ নিয়ে চতুর্থবারের মতো মেঙিকোর মাথায় উঠলো মিস ইউনিভার্সের গৌরবময় মুকুট। বিশ্বের ‘সুপার বোল’ খ্যাত এই প্রতিযোগিতায় এ বছর অংশ নেন ১২০ দেশের প্রতিনিধি। প্রথমবারের মতো ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করেন নাদিন আয়ুব; তিনি সেমিফাইনালে উঠলেও শীর্ষ ৩০ থেকে বিদায় নেন। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বায়ার্ন, আর উদ্বোধনী পরিবেশনায় ছিলেন থাই তারকা জেফ স্যাচুর।

সেরা ত্রিশেই থামল মিথিলার যাত্রা : থাইল্যান্ডের ব্যাংককে গতকাল শুক্রবার ভোর থেকে শুরু হয় মিস ইউনিভার্সের ফাইনাল পর্ব। সেখানে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্সের’ ৭৪তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহজুড়ে চলা বিতর্কের মধ্যেই মিস ইউনিভার্স ২০২৫এর মুকুট উঠল ফাতিমা বোশের মাথায়। এ বছর মিস ইউনিভার্স হয়েছেন মেঙিকান এই সুন্দরী। সকালে প্রথমেই বিশ্বের ১৩০টি দেশের সুন্দরীদের ভেতর থেকে ঘোষণা করা হয় সেরা ৩০ জনের নাম। সেই তালিকায় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার হাত ধরে বাংলাদেশের নাম উঠে আসে। তবে পরের রাউন্ড, অর্থাৎ সেরা ১২ জনের তালিকায় আসতে পারেননি মিথিলা। সেরা ত্রিশেই থেমে গেছে তার যাত্রা। তবে পুরো প্রতিযোগিতাজুড়ে অনলাইন ভোটিং সেগমেন্টগুলোতে বেশ ভালো জনসমর্থন পান মিথিলা। প্রিলিমিনারির বিভিন্ন ক্যাটাগরিতেও নজরকাড়া সাফল্য অর্জন করেন।

বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে হাতে বোনা জামদানি শাড়িতে তৈরি তার জাতীয় পোশাকটি ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দেয়। যদিও সামগ্রিক প্রতিযোগিতায় ফাইনালিস্টদের মধ্যে না থাকলেও সেরা ৩০এ জায়গা করে নেন মিথিলা।

পূর্ববর্তী নিবন্ধসোনাদিয়ায় ঝাউবন কেটে কটেজ নির্মাণ, প্রশাসনের উচ্ছেদ
পরবর্তী নিবন্ধরাষ্ট্র পরিচালনায় আলেম ওলামাদের এগিয়ে আসতে হবে