মিলি উৎসবে আনন্দ আয়োজনে

গৌতম কানুনগো | শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

কবি আজিজ রাহমান লিখেছেন, মেলা মানে আনন্দ। তার ওপর বইমেলা। সে তো মহাআনন্দ। একজন লিখিয়ে হিসেবে এরচে বড় আনন্দ কী হতে পারে? মেলায় গেলে অনেক অনেক লিখিয়ে বন্ধুর দেখা হয়। আড্ডা হয়। লেখালেখি বিষয়ে মত বিনিময় ঘটে। বলতে পারি, নবীন ও প্রবীণ লিখিয়ের মিলন মেলা। নিজেকে মেলে ধরারও সুবর্ণ সুযোগ এই বইমেলায়। অনেক নতুন নতুন বইয়ের দেখা মেলে।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব ২০২৩। ইতিমধ্যে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দ্বিতীয়বারের মতো এ মেলার চূড়ান্ত কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

১৩ অক্টোবর, শুক্রবার। শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতা (ক বিভাগ) : বিকেল সাড়ে ৪টা। উদ্বোধনী অধিবেশন : বিকেল ৪.৫৯ টা। সভাপতি: . অনুপম সেন, উপাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম। উদ্বোধক : . পবিত্র সরকার, সাবেক উপাচার্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ। প্রধান অতিথি : এম এ মালেক, সম্পাদক, দৈনিক আজাদী, বিশেষ অতিথি : আনজীর লিটন, মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি। আনসার উল হক, সর্বভারতীয় সম্পাদক, নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ, কলকাতা। শেখ রাসেলকে নিয়ে ছড়াকবিতা পাঠ : সন্ধ্যা সাড়ে ৬টা: সভাপতি : বিপুল বড়ুয়া।

পবিত্র সরকার সন্ধ্যা : সন্ধ্যা সোয়া ৭টা, বিষয় : ‘ছড়া পড়ার ইচ্ছে আছে?’ বই নিয়ে আলোচনা। সভাপতি : . শিরীণ আখতার, সাহিত্যিক; উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আলোচক : সুজন বড়ুয়া।

আলোচনা : রাত ৮টা। বিষয় : ‘আমার লেখা আমার বই : শেখ রাসেল’। সভাপতি : রহীম শাহ। অংশগ্রহণে : ইউসুফ রেজা, নেছার আহমদ, . . . মোদাচ্ছের আলী, মিলন বনিক, ইফতেখার মারুফ, রুনা তাসমিনা।

১৪ অক্টোবর, শনিবার। শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতা (খ বিভাগ) : বিকেল সাড়ে ৪টা। শেখ রাসেলকে নিয়ে ছড়াকবিতা পাঠ: বিকেল সাড়ে ৫টা। সভাপতি : সৈয়দ খালেদুল আনোয়ার। অংশগ্রহণে: অপু চৌধুরী, অপু বড়ুয়া, অভি ওসমান, অভিজিৎ বড়ুয়া অভি, অমিত বড়ুয়া, অর্চনা রানী আচার্য, আইরিন সুলতানা, আকাশ আহমেদ, আখতারুল ইসলাম, আনোয়ারুল হক নূরী, আবদুল্লাহ ফারুক রবি, আবুল কালাম বেলাল, আলী আকবর বাবুল, আশফাকুর রহমান বিপ্লব, আসিফ ইকবাল, আয়েশা পারভীন চৌধুরী, ইলিয়াছ হোসেন, উত্তম সেন, এমিলি মজুমদার, এয়াকুব সৈয়দ, ওবায়দুল হক মনি, ওমর ফারুক সিকদার সুজন, করুণা আচার্য, কল্যাণ বড়ুয়া, কাকলী দাশ গুপ্ত, কাজী নাজরিন, কানিজ ফাতিমা, কামরুন ঋজু, কুতুবউদ্দিন বখতেয়ার, কুমুদিনী কলি, কোহিনুর আকতার, কোহিনুর শাকি, খালেছা খানম।

আলোচনা : সন্ধ্যা ৬টা। বিষয় : আমার ভাবনায় শেখ রাসেল (১ম পর্ব), সভাপতি : . প্রণব কুমার চৌধুরী।

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা প্রদান : সন্ধ্যা সাড়ে ৬টা। যাঁরা সম্মাননা পাচ্ছেন : অজয় দাশগুপ্ত, ফারুক হোসেন, আহসান মালেক, কেশব জিপসী, রমজান মাহমুদ। সভাপতি : . আনোয়ারা আলম, প্রধান অতিথি : . পবিত্র সরকার, আলোচক : কবিশিশুসাহিত্যিক তপংকর চক্রবর্তী। আবৃত্তি: সুবর্ণা চৌধুরী, দিলরুবা খানম, তহুরা পিংকি, প্রতিমা দাশ, হৈমন্তী তালুকদার। সূচনা বক্তব্য : অরুণ শীল।

১৫ অক্টোবর, রোববার। শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতা (গ বিভাগ) : বিকেল সাড়ে ৪টা। শেখ রাসেলকে নিয়ে ছড়াকবিতা পাঠ: বিকেল সাড়ে ৫টা। সভাপতি : দীপক বড়ুয়া। অংশগ্রহণে: গোফরান উদ্দীন টিটু, গৌতম কানুনগো, গৌরী প্রভা দাস, চম্পা চক্রবর্তী, জসিম উদ্দিন খান, জাইদুল ইসলাম দুর্লভ, জাকিরা আক্তার, জাবিদ হোসেন, জাহানারা মুন্নী, জায়তুন্নেছা জেবু, জি এম জহির উদ্দীন, জেবারুত সাফিনা, জেসমিন জেসী, জুবাইর জসীম, জোনাকি দত্ত, তসলিম খাঁ, তানজিনা রাহী, তানভীর হাসান বিপ্লব, তাহেরা বেগম, তোষাদ রায়হান, দিল মোহাম্মদ, দিলরুবা খানম রুবি, দীপান্বিতা চৌধুরী, দোলা চৌধুরী, নজরুল জাহান, নাজনীন আমান।

লেখক সম্মিলন (নতুন বইয়ের পাঠ উন্মোচন) : সন্ধ্যা সাড়ে ৬টা। যাঁদের বইয়ের পাঠ উন্মোচন হবে : সজল দাশ, আজিজ রাহমান, ইসমাইল জসীম, লিপি বড়ুয়া, প্রদ্যোত কুমার বড়ুয়া, বনশ্রী বড়ুয়া, গৌতম কানুনগো। সভাপতি : অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। প্রধান অতিথি : অধ্যাপক সুব্রত বড়ুয়া। বিশেষ অতিথি : মাহফুজুর রহমান, রূপা মজুমদার। আলোচক : সৈয়দ খালেদুল আনোয়ার, এমরান চৌধুরী, জসিম উদ্দিন খান, কাসেম আলী রানা, সাঈদুল আরেফীন, আবুল কালাম বেলাল, বাসুদেব খাস্তগীর।

আমার ভাবনায় শেখ রাসেল (২য় পর্ব) : রাত ৮টা। সভাপতি : অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী।

১৬ অক্টোবর, সোমবার শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতা (ঘ বিভাগ) : বিকেল সাড়ে ৪টা। শেখ রাসেলকে নিয়ে ছড়াকবিতা পাঠ : বিকেল সাড়ে ৫টা। সভাপতি : মর্জিনা আখতার। অংশগ্রহণে: নাটু বিকাশ বড়ুয়া, নান্টু বড়ুয়া, নাসরিন কামাল, নাসিম আখতার রীনা, নাসিমা শওকত, নাহিদ সুলতানা, নিশাত হাসিনা শিরিন, নীলিমা ইসলাম, নুর নাহার নিপা, নুসরাত সুলতানা, প্রদীপ ভট্টাচার্য, পারভীন আকতার, ফরিদা ফরহাদ, ফাতেমা ফেরদৌস নীপা, ফারজানা রহমান শিমু, ফারহানা ইসলাম রুহী, ফোরকান আবু, বাবুল কান্তি দাশ, বিকিরণ বড়ুয়া, বিচিত্রা সেন, বিভা ইন্দু, বিভাস গুহ, বিলাস কান্তি দাশ, বিশ্বজিত বড়ুয়া, মনজু আলম, মনজুর আলম মন্‌জু, মল্লিকা বড়ুয়া, মাজহার হেলাল, মারজিয়া খানম সিদ্দিকা, মাহবুবা ছন্দা, মিজানুর রহমান শামীম, মির্জা মোহাম্মদ আলী, মিতা দাশ, মিতা পোদ্দার, মীর মোরশেদ, মেহেরুন্নেসা রশিদ, মোহাম্মদ নেছার

আলোচনা : সন্ধ্যা সাড়ে ৬টা বিষয় : সমকালীন শিশুসাহিত্য। সভাপতি : অজয় দাশগুপ্ত। প্রধান অতিথি : . মাহবুবুল হক। বিশেষ অতিথি : আমীরুল ইসলাম। আলোচক : ওমর কায়সার, শুকলাল দাশ ও বাসুদেব খাস্তগীর।

শেখ রাসেলকে নিয়ে কবিতা পাঠ: রাত ৮টা। সভাপতি : খুরশীদ আনোয়ার। অংশগ্রহণে : আজিজ কাজল, কামরুল হাসান বাদল, খালেদ হামিদী, আনোয়ারুল করিম, ইউসুফ মুহম্মদ, জিন্নাহ চৌধুরী, তাপস চক্রবর্তী, দিলীপ কির্তুুনীয়া, নাসিমা হক মুক্তা, পুষ্পিতা সেন, বিজন মজুমদার, বিদ্যুৎ কুমার দাশ, মাহবুবা চৌধুরী, রিজোয়ান মাহমুদ, রেহেনা মাহমুদ, শ ম বখতিয়ার, শাহীন মাহমুদ, সারাফ নাওয়ার, সাথী দাশ।

১৭ অক্টোবর, মঙ্গলবার। শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ (ক ও খ) : বিকেল সাড়ে ৪টা। সভাপতি : অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা। আলোচক : ফরিদা ফরহাদ, জাহাঙ্গীর মিঞা, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, অধ্যাপক পিংকু দাশ, কস্তুরী সিনহা, খনরঞ্জন রায়, নাজিম উদ্দিন।

আলোচনা : বিকেল সাড়ে ৫টা। বিষয় : আমার ভাবনায় শেখ রাসেল (৩য় পর্ব)। সভাপতি : সুলতানা নুরজাহান রোজী। আলোচক: নাসের রহমান, প্রফেসর সালমা রহমান, . আজাদ বুলবুল, মুহাম্মদ মুসা খান, অধ্যাপক দিলরুবা আক্তার চৌধুরী, অধ্যাপক ববি বড়ুয়া, মুহাম্মদ মহসীন চৌধুরী, ফেরদৌস আরা রীনু, অনুপ বিশ্বাস, ফারজানা আজিম।

সেমিনার : সন্ধ্যা সাড়ে ৬টা। বিষয় : শেখ রাসেল বিষয়ক বই। সভাপতি : অধ্যাপক রফিকুর রশীদ। মূল প্রবন্ধ : অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী। আলোচক : সনজীব বড়ুয়া, হাসনাত আমজাদ, স ম শামসুল আলম, জসীম মেহবুব।

শেখ রাসেলকে নিয়ে ছড়াকবিতা পাঠ : রাত ৮টা। সভাপতি : এমরান চৌধুরী। অংশগ্রহণে : রনিতা জামান, রফিক তালুকদার, রশীদ এনাম, রহমান রনি, রাজন বড়ুয়া, রাশিদা তিথি, রায়হানা হাসিব, রাসু বড়ুয়া, রিফাত ফাতেমা তানসী, রেহেনা আক্তার, রুমি চৌধুরী, লিটন কুমার চৌধুরী, লিপি চৌধুরী, লিপি তালুকদার, শওকত আলী সুজন, শরণাংকর বড়ুয়া, শর্মি বড়ুয়া, শর্মিলা ধর ডিজু, শর্মিষ্ঠা চৌধুরী, শান্তময় দাশ, শামীম ফাতেমা মুন্নী, শাহিদা আয়শা, শিউলী নাথ, শিপ্রা দাশ, শিমুল নন্দী, শিরিন আফরোজ, শেখ মঈনুল হক চৌধুরী, শ্রাবন্তী বড়ুয়া।

১৮ অক্টোবর, বুধবার : শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ (গ ও ঘ) : বিকেল সাড়ে ৪টা

সভাপতি : প্রফেসর রীতা দত্ত। আলোচক : আমিনুর রশীদ কাদেরী, মেহের আফরোজ হাসিনা, সৈয়দ জিয়াউদ্দিন, মোহাম্মদ জহির, এটিএম শহীদুল্লাহ, এস এম আবদুল আজিজ, এস এম মোখলেসুর রহমান।

শেখ রাসেলকে নিয়ে ছড়াকবিতা পাঠ : বিকেল সাড়ে ৫টা। সভাপতি : উৎপলকান্তি বড়ুয়া। অংশগ্রহণে : সঞ্চয় কুমার দাশ, সত্যজিৎ দাশ কাঞ্চন, সনজিত দে, সমীরণ বড়ুয়া, সরওয়ার আরমান, সরিৎ চৌধুরী সাজু, সাইফুল্লাহ কায়সার, সাইমুন পাশা মামুন, সাইয়্যেদা জয়নাব শিউলী, সাবেরা শারমিন, সালাম সৌরভ, সাহাদাত হোসাইন সাহেদ, সিমলা চৌধুরী, সুচিত্রা ভট্টাচার্য, সুপলাল বড়ুয়া, সুবর্ণা দাশ মুনমুন, সুব্রত কুমার নাথ, সুমি ভট্টাচার্য, সুমি দাশ, সেবপ্রিয় বড়ুয়া সিদ্ধার্থ, শেলীনা আকতার খানম, সেলিম তালুকদার আকাশ, সৈয়দ আহমদ বাদল, সৈয়দা ডালিয়া, সৈয়দা সেলিমা আক্তার, সোমা মুৎসুদ্দী, সৌভিক চৌধুরী, স্মরণিকা চৌধুরী, হাসানুল ইসলাম, হুমায়ুন আবিদ, হেলাল চৌধুরী।

শেখ রাসেল দিবসের আলোচনা : সন্ধ্যা সাড়ে ৬টা। সভাপতি : . সেলিনা আখতার, উপাচার্য, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথি : কবি আসাদ মান্নান। আলোচক : অভীক ওসমান, সানাউল হক, কাজী রুনু বিলকিস, করবী চৌধুরী, রেজাউল করিম স্বপন ও অধ্যক্ষ মো. মাজহারুল হক। সমাপনী অনুষ্ঠান ও শুভেচ্ছা পর্ব : রাত ৮টা। সভাপতি: অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া। সঞ্চালনায় : আয়েশা হক শিমু, সাঈদুল আরেফীন। বইমেলা ও শিশুসাহিত্য উৎসবের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

পূর্ববর্তী নিবন্ধআত্মবিশ্বাসই হল সাফল্যের মূলমন্ত্র
পরবর্তী নিবন্ধ‘দেশে দেশে ভ্রমণ শেষে’: ষোলকলায় পূর্ণ একটি ভ্রমণসম্ভার