ইসলামিক ফাউন্ডেশন : শনিবার বাদ মাগরিব জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্স ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামে সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল তৃতীয় দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপ পরিচালক মো. সেলিম উদ্দিন। সভাপতিত্ব করেন মো. ইদ্রিস (প্রকল্প পরিচালক জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম)। প্রধান আলোচক ছিলেন জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোহাম্মদ রেজা জমিয়তুল ফালাহ মসজিদ।
চট্টগ্রাম সমিতি-ঢাকা : চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে শুক্রবার তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবন মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে বাদ আসর হতে খতমে কোরান, বয়ান এবং মাগরিব নামাজের পড়ে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক। বয়ান পেশ করেন মুফতি লুৎফর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল মাবুদ। উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, মোহাম্মদ নাছের (নাছির), শফিকুর রহমান শফিক, এডভোকেট আনিচ উল মাওয়া (আরজু), এম. ওয়াহিদ উল্লাহ, আবরাজ নুরুল আলম, গিয়াস উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, সৈয়দ আলম।
বেতাগী আস্তানা শরীফ : রাঙ্গুনীয়া বেতাগী আস্তানা শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুছের র্যালি বের করা হয়। শনিবার র্যলিটি বেতাগী আস্তানা থেকে মোটর শোভাযাত্রা সহকারে শান্তিরহাট হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক দিয়ে রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্র, চুয়েট, পাহাড়তলী চৌমহুনী, হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে কদলপুর হযরত আশরাফ শাহ নক্সবন্ধি বলখী (রহ.) মাজারে গিয়ে জমায়েত হয়। সেখানে খতমে খাজেগান, বক্তব্য, মিলাদ কিয়াম মোনাজাত শেষ করে পুনরায় বেতাগী আস্তানা পাকে গিয়ে র্যালির সমাপ্তি হয়। জুলুছের নেতৃত্ব দেন দরবারের শাহাজাদা আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ (ম.জি.আ)।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে বর্ণাঢ্য জশনে জুলুছ ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে এবারও শহরে শোভাযাত্রা করেছে বাংলাদেশ গাউছিয়া কমিটি রাঙামাটি জেলা শাখা। শহরের রিজার্ভ বাজার জামে মসজিদের সামনের সড়ক থেকে জশনে জুলুসের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা জামে মসজিদে গিয়ে শেষ হয়। রাঙামাটি জেলা গাউছিয়া কমিটির আহ্বায়ক মো. মুছা মাতব্বর, সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, শহিদুজ্জামান মহসিন রোমান, মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, মাওলানা ইকবাল হোসেন আল ক্বাদেরী, মাওলানা হাফেজ ক্বারী নঈম উদ্দিন আল ক্বাদেরীসহ বিভিন্ন মসজিদের ইমামগণ র্যালিতে যোগদান করেন।
সাতকানিয়া মাদার্শা শাহ ফকির দরবার : সাতকানিয়া মাদার্শা হযরত শাহ ফকির মাওলানা (রহ.) দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী মাহফিল সালাউদ্দিন ইউসুফ ও মোরশেদুল আলমের সঞ্চালনায় দরবারের পীর শাহ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সুখছড়ি খালেকিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ওয়াহিদ আহমদ। প্রধান বক্তা ছিলেন, কাজী মোজাহেরুল কাদের ফারুকী। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা আবদুল হাফিজ, হামিদুর রহমান কাদেরী।
বায়তুশ শরফ: বায়তুশ শরফের পীর আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী বলেন, নবীজীর প্রতি পরিপূর্ণ ঈমান রাখা ও তাঁকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা ঈমানের পূর্বশর্ত। গত শুক্রবার বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের পক্ষ থেকে পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিবসের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মাহফিলে সমাপনী বক্তব্য রাখেন মোহাম্মদ ইদ্রিস মিয়া। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. আল্লামা সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, মুফতি মাওলানা মামুনুর রশিদ নুরী, মাওলানা গাজী আব্দুর রাজ্জাক, মুফতি মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মাওলানা মীম ছিদ্দিক ফারুকী, মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা কাজী জাফর আহমদ, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদী, মাওরানা জিয়াউল হক আনছারী, মাওলানা শফিক আহমদ নঈমী, হাফেজ মাওলানা শাহ আলম, মাওলানা মোহাম্মদ মুছা, মাওলানা আবু ছালেহ (প্রবাসী) প্রমুখ।
মুক্তকন্ঠ গ্রীন : মাদারবাড়ী মুক্তকন্ঠ গ্রীনের উদ্যোগে শুক্রবার ক্লাব কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে মিলাদ মাহফিল পরিচালনা করেন- মাঝিরঘাট বিবি মসজিদের সহকারী খতিব মাওলানা হাফেজ মো. শাহজাহান। কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন-মাদারবাড়ী হানকা মসজিদের খতিব মো. রায়হান উদ্দিন। উপস্থিত ছিলেন-আবদুল মোতালেব মুন্সি, আবিদা খানম, হারুন অর রশিদ, আসলাম হোসেন, মো. ইউসুফ, শামীম আজাদ রুবেল, ইকবাল হোসেন, আব্দুল মালেক জুয়েল, মো. ইমতিয়াজ বাবলা, মো. আলমগীর ও ফারুক রহমান। মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। খবর বিজ্ঞপ্তির।
আলহাস্নাইন ওরশ উদযাপন কমিটি : ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে গত ৩১ অক্টোবর দক্ষিণ মধ্য হালিশহর নতুন ২নং সাইটে আলহাস্নাইন ওরশ উদযাপন কমিটির উদ্যোগে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আজমের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, হাফেজ আফছার রেজা, এমডি মহসীন মুরাদ, মো. সোলায়মান (রজায়ী), মো. আসিফ খান নয়ন, মো. ইমরান কবির, মো. মারুফ, মো. রায়াদ প্রমুখ। মাহফিলে বক্তারা ফ্রান্সে বিশ্বনবী হযরত মোস্তফাকে (দ.) নিয়ে কটুক্তি করার তীব্র নিন্দা এবং ফ্রান্স ও দিল্লীর সকল পণ্য বর্জন করার জন্য তৌহিদী মুসলিম উম্মার প্রতি আহবান জানান। মাহফিল শেষে তবারুক বিতরণ করা হয়।
আঞ্জুমানে আশেকানে মদিনা : পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আঞ্জুমানে আশেকানে মদিনার উদ্যোগে গত ২৯ অক্টোবর চকবাজার জয়নগর ২ নং গলিতে বাগদাদিয়া খানকাহ শরীফে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহ মুহাম্মদ আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন আহসানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর। মদিনার আলোর সহ-সম্পাদক মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এম ফজলুল হক, গোলাম রাব্বানি, মুহাম্মদ দিদারুল আলম, তারেক শাহ, কাউসার শাহ, আরিফ শাহ, মুহাম্মদ সাজ্জাদ, মুনির, কামাল উদ্দিন, নুরুদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।