মির্জাপুলে স্কেভেটরের আঘাতে গ্যাস সরবরাহ লাইনে ফুটো

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

নগরী মির্জাপুলে খাল পরিস্কার করার সময় স্কেভেটরের আঘাতে ফুটো হয়ে গেছে কর্ণফুলী গ্যাসের একটি সরবরাহ লাইন। এতে গত তিনদিন ধরে ওই পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছিলো বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান। কর্ণফুলী গ্যাসের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, বিষয়টি জানতে পেরে আমরা লাইন মেরামতের কাজ করছি। লাইন ফুটো হয়ে যাওয়ায় বিপুল পরিমাণ গ্যাস নষ্ট হলেও কোন অঘটন ঘটেনি।

কর্ণফুলী গ্যাসের কর্মকর্তারা বলেছেন, খালের পাশ দিয়ে বয়ে যাওয়া গ্যাস লাইন ফুটো হয়েছে। এটি মেরামত করা হচ্ছে। এতে গ্যাসের প্রবাহে কিছু সমস্যা হলেও এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়নি। এলাকার বাসাবাড়িসহ সর্বত্র গ্যাস সরবরাহ ছিল বলেও তারা জানান। তবে মেরামত কাজের জন্য ওই পাইপে গ্যাসের প্রবাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে বলেও তারা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশমী কায়সার নতুন মামলায় গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহালদায় মা মাছের আনাগোনা শুরু