হাটহাজারীর ৩ নং মির্জাপুর ইউপির ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য রুপেন কুমার শীলের একটি গরু চুরি হয়। গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় গরুটি চুরি করে চোরচক্র। তবে গতকাল বৃহস্পতিবার চুরি হয়ে যাওয়া গরুটি নব জাতক বাচুরসহ মেম্বারের ঘরের অদূরে এনায়েতপুর বিল থেকে উদ্ধার করা হয়। ইউপি সদস্য রুপেন কুমার বলেন, গত বুধবার প্রতিদিনের মত পরিবারের লোকজন রাতে গরুটি বসতঘর সংলগ্ন গোয়াল ঘরে বেঁধে রেখে খাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখে গরুটি নেই।
দুপুরের দিকে এনায়েতপুর বিলে নবজাতক বাচুরসহ গরুটি স্থানীয় লোকজন দেখে। পরে খবরটি প্রচারিত হলে মেম্বার ও পরিবারের লোকজন গিয়ে তাদের গাভী শনাক্ত করে বাড়িতে নিয়ে আসে। ইউপি সদস্য গরু পাওয়া যাওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন।