মির্জাপুর গৌতমাশ্রম বিহারে কঠিন চীবর দানোৎসব

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৭:১২ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে বৌদ্ধদের শুভ কঠিন চীবর দান সভায় বক্তারা বলেছেন, বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকরুনিক গৌতম বুদ্ধ প্রাণী জগতের কল্যাণের কথা বলেছেন। তাঁর কথা ও নীতি আদর্শ অনুসরণ করলে সমাজে কোনো অশান্তি হবে না। বুদ্ধ প্রবর্তিত পঞ্চশীল মানুষকে কুশলের পথে পরিচালিত করে। যারা পঞ্চশীল প্রতিপালন করে তাদের জীবন সুন্দর হয়। চরিত্রকে সুন্দর করে। তাই প্রত্যেকের উচিত পঞ্চশীল প্রতিপালন করা। বিহারের নান্দনিক ধর্মানন্দ মিলনায়তনে গত শনিবার অনুষ্ঠিত চীবর দান সভায় সভাপতিত্ব করেন ডক্টর দেবপ্রিয় মহাথেরো। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী অঞ্চলের ভিক্ষু সমিতির সহ- সভাপতি ভদন্ত দীপানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন বুদ্ধপ্রিয় মহাথের, ডক্টর বুদ্ধপাল মহাথের, বোধিমিত্র মহাথেরো। সভার উদ্বোধন করেন অধ্যক্ষ শাসনানন্দ মহাথের। স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেশমী চাকমা, বাংলাদেশ চিনিকল কর্পোরেশন মহাব্যবস্থাপক মেন্টিস চাকমা ও হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সুমন বড়ুয়া মামুন।

পূর্ববর্তী নিবন্ধএকুশের হৈমন্তিকা
পরবর্তী নিবন্ধপাহাড় কাটায় সাবেক ইউপি সদস্যকে দুই লাখ টাকা জরিমানা স্ক্যাভেটর জব্দ