মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক অনুষ্ঠান

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি হয়। বিগত কয়েক বছর ধরে মেধাবী শিক্ষার্থীর অভাব ছিল। স্কুলকলেজ পর্যায়ে সঠিক লেখাপড়া না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ মেধার দরকার ছিল তা পাওয়া যায়নি। বিগত বছরগুলোতে লেখাপড়ার অবস্থা এমন শোচনীয় পর্যায়ে গিয়েছিল পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যেত এবং সেই প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা নেওয়া হত।

গতকাল শনিবার হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মো. শামীম উদ্দিন খান এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি লে. কর্ণেল মো. দিদারুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনচবির আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাফর উল্লাহ তালুকদার, চবি প্রফেসর ড. মো. আল ফোরকান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এন্ড মেডিকেল কলেজের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান।

এর আগে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠানস্থল থেকে একটি র‌্যালি শুরু হয়ে চট্টগ্রামনাজিরহাট সড়ক হয়ে সরকারহাট এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে মিলিত হয়। সভায় ১৪ জন প্রাক্তন শিক্ষার্থীকে ক্রেস্টের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনে সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আবু রাহেল ফয়সলের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আরিফুল হাসান চৌধুরী সোহেল, অধ্যাপক অলি আহাদ চৌধুরী, আনোয়ার হোসেন উজ্জ্বল, চন্দন মহাজন, মো. মোরশেদুল আলম চৌধুরী, সাহেদ আলী টিপু, মোহাম্মদ উল্লাহ বাবলু, শেখ আহম্মদ, জাফরুল আলম, বাবলু দাশ ও মো. ওসমান গনিসহ হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার থানা বিএনপির বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধপ্রদীপ্ত তরুণ সমাজ গড়তে সংস্কৃতি চর্চার বিকল্প নেই