মির্জা ফখরুল ও তার স্ত্রী করোনা আক্রান্ত

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত। তারা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সোমবার (১০ জানুয়ারি) করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। তারা দুইজনই উত্তরায় তাদের বাসায় অবস্থান করছেন।

পূর্ববর্তী নিবন্ধ১৬ ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার দূরদর্শী চিন্তা ও স্বপ্নের ফসল আজকের ডিজিটাল বাংলাদেশ