মিরাজ এখন বিশ্বের দুই নাম্বার অল রাউন্ডার

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:২২ পূর্বাহ্ণ

বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন পূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অলরাউন্ডারের অবস্থান এখন দ্বিতীয়। বাংলাদেশের সাকিব আল হাসান দীর্ঘদিন বিশ্বের এক নাম্বার অল রাউন্ডার ছিলেন। এমনকি তিনি তিন ফরমেটেই বিশ্বসেরা অল রাউন্ডার ছিলেন। সেই সাকিব এখন জাতীয় দলের বাইরে। তবে সাকিবের পথে বেশ ভালই হাটছেন মেহেদী হাসান মিরাজ। গত সপ্তাহে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ ছিল না। মিরাজের পারফরম্যান্সের ব্যাপারও তাই ছিল না। তবে তার ওপরে থাকা রবিচন্দ্রন অশ্বিনের ম্যাচ ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইড ভালো পারফর্ম করতে না পারায় ভারতীয় ক্রিকেটার নেমে গেছেন তিনে। মিরাজ উঠে গেছেন দুইয়ে। পাকিস্তান সফর থেকে ফেরার পর গত সেপ্টেম্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর মিরাজ বলেছিলেন, বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান। তবে খুব দ্রুত যে তা সম্ভব নয়। বলেছিলেন সেটিও। পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের পর প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের তিনে উঠে আসেন তিনি। এবার তার জায়গা হলো দুইয়ে।

মিরাজের রেটিং পয়েন্ট এখন ২৮৪। আর ভারতের অল রাউন্ডার রবি চন্দ্রন অশ্বিনের রেটিং পয়েন্ট ২৮৩। বোর্ডারগাভাস্কার সিরিজের বাকি সময়টায় অশ্বিন খেললে আবার জায়গা ফিরে পাওয়ার সুযোগ তার থাকবে। ভালো করতে না পারলে পিছিয়ে পড়বেন আরও। আগামী জুনজুলাইয়ে শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নেই। মিরাজের অবস্থান তাই আপাতত নির্ভর করবে অন্যদের পারফরম্যান্সে ওপর। টেস্টের অল রাউন্ডার র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা। ৪১৫ রেটিং পয়েন্ট নিয়ে অনেকটা এগিয়ে থেকে শীর্ষ স্থান দখলে রেখেছেন রবীন্দ্র জাদেজা। ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছেন সাকিব আল হাসান। তিন ধাপ পিছিয়ে ২৬০ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছেন মার্কো ইয়ানসেন। এদিকে ব্যাটারদের তালিকায় শীর্ষে পৌছে গেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। চলতি নিউজিল্যান্ড সফরে অসাধারণ পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ের চূড়ায় পা রাখলেন ব্রুক। যদিও পারফরম্যান্সে খুব পিছিয়ে নেই রুটও। ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় ইনিংসে তিনি উপহার দিয়েছেন অপরাজিত সেঞ্চুরি। হাড্ডাহাড্ডি এই লড়াইয়েই শেষ পর্যন্ত অভিজ্ঞ সতীর্থকে পেছনে ফেলেছেন ব্রুক। ৮৯৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রুক। গত জুলাই থেকে টানা শীর্ষে থাকার পর এবার জায়গা হারানো রুটের রেটিং পয়েন্ট ৮৯৭। এক পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রুট।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের সাম্পানে চড়ল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
পরবর্তী নিবন্ধহার দিয়ে এনসিএল টি-টোয়েন্টি শুরু চট্টগ্রামের