মিরসরাইয়ে নিজ বাড়ির কাছ থেকে এক বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় জখমের চিহ্ন আছে। তার নাম নুরুল আমিন(৭০) বলে জানা গেছে।
আজ শনিবার (২ অক্টোবর) সকালে উপজেলার কমরআলী রাস্তার মাথা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকারই বাসিন্দা। বিডিনিউজ
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. ওলিউল্লাহ বলেন, “সকালে বাড়ির অদূরে কমরআলী রাস্তার মাথা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”
কীভাবে কারা এ ঘটনা ঘটিয়েছে সেটার তদন্ত চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।