মিয়ানমারের জান্তাবিরোধী বাহিনীকে সেমিনারে আমন্ত্রণ জানাল ভারত

| বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:৩২ অপরাহ্ণ

নয়াদিল্লিতে একটি সেমিনারে অংশ নিতে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তার রাজনৈতিক ও সামরিক বিরোধীদের আমন্ত্রণ জানিয়েছে ভারত। মিয়ানমারের জান্তা সরকারের শীর্ষ জেনারেলদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রেখেছে ভারত, যে জেনারেলদেরকে বয়কট করে আসছে পশ্চিমা দেশগুলো। এমন পরিস্থিতিতে জান্তা বিরোধীদের ভারতের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত উল্লেখযোগ্য এক নজিরবিহীন পদক্ষেপ। খবর বিডিনিউজের।

২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভয়াবহ গৃহযুদ্ধ চলছে দেশটিতে। ভারতের সঙ্গে মিয়ানমারের ১ হাজার ৬৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এছাড়া, দেশটিতে বেশকিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পেও বিনিয়োগ আছে দিল্লির। মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা এবং বিষয়টি সম্পর্কে সরাসরি অবহিত দুটি সূত্র জানায়, মিয়ানমারের জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার এবং চিন, রাখাইন ও ভারত সীমান্তবর্তী কাচিন সমপ্রদায়ের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে নয়াদিল্লির সেমিনারে অংশগ্রগহণের আমন্ত্রণ জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুটি সূত্র জানিয়েছে, ভারত সরকারের অর্থায়নপুষ্ট সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ) সেমিনারের আয়োজন করবে, যার শীর্ষ সদস্যদের মধ্যে রয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া থানা থেকে পালানো সেই যুবলীগ নেতা সাইফুল গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫৫৮