মিয়ানমারে দারিদ্র্য গভীর হয়েছে :বিশ্ব ব্যাংক

| বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:৫১ পূর্বাহ্ণ

মিয়ানমারে দারিদ্র্য গত ছয় বছরের যে কোনো সময়ের তুলনায় আরও গভীর হয়েছে এবং গৃহযুদ্ধ কবলিত দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি অর্থবছরে মাত্র ১ শতাংশে আটকে থাকবে বলে আভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।

গতকাল এক প্রতিবেদনে ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, ক্রমবর্ধমান সহিংসতা, কর্মী ঘাটতি ও মুদ্রার অবমূল্যায়নের কারণে দেশটিতে ব্যবসা করা কঠিন হয়ে গেছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের অর্থনীতি টালমাটাল হওয়া শুরু হয়। খবর বিডিনিউজের।

গত অর্থবছরে মিয়ানমারের জিডিপি ১ শতাংশ বাড়বেএমন হিসাবের পর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি অর্থবছরে প্রায় ২ শতাংশের মতো হবে বলে ডিসেম্বরে আভাস দিয়েছিল বিশ্ব ব্যাংক। ২০২৪ এর মার্চে গত অর্থবছর শেষ হয়েছে।

জুনের প্রতিবেদেন ব্যাংকটি বলেছে, ২০২৪/২৫ অর্থবছরের জন্য প্রবৃদ্ধি কমে যাওয়ার এ হার সংশোধনের আভাস দেওয়া হয়েছে মূলত উচ্চ মূল্যস্ফীতির স্থায়িত্ব এবং কর্মী সংকট, বৈদেশিক মুদ্রা ও বিদ্যুৎ স্বল্পতার কারণে। এগুলোর সবই আগের ধারণার চেয়ে (অর্থনৈতিক) কার্যকলাপের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

পূর্ববর্তী নিবন্ধমাত্র ৩৪ বলে নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধইউরোপে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়াচ্ছে টাইগার মশা