সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছে। নগরবাসী এ ধরনের প্রতিশ্রুতি আগেও শুনেছে। কিন্তু প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে? প্রার্থীরা নির্বাচনী বৈতরণী পার হয়ে গেলে তারা প্রতিশ্রুতির কথা বেমালুম ভুলে যান। পরবর্তী সময়ে কিছুই বাস্তবায়ন করেন না। নির্বাচনের আগে প্রার্থীরা এমন অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকেন, যেগুলো সিটি কর্পোরেশনের এখতিয়ারের বাইরে। সুতরাং মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে আওতার মধ্যে যে কাজগুলো করা যায় সেগুলোর প্রতিশ্রুতি দেন। তাতে আপনাদের প্রতি জনগণের আস্থা বাড়বে।
নজরুল ইসলাম অপু, বহদ্দার বাড়ি, বহদ্দারহাট, চট্টগ্রাম।