‘মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ এই প্রতিপাদ্য নিয়ে সন্দ্বীপে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য নিরাপদ অভিবাসন, দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার সম্প্রতি কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও বিদর্শী সম্বৌধি চাকমার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহাজাহান বিএ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক জহিরুল আলম মজুমদার।
তিনি বলেন, প্রলোভন কিংবা মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে বিদেশ যাওয়া যাবে না। প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যেতে হবে। এতে অর্থ-সম্মান দুটোই পাওয়া যাবে। তিনি নিরাপদ অভিবাসন সম্পর্কিত সরকার প্রণীত বিভিন্ন আইন, বিধি ও নীতিমালা সম্পর্কে জানার আহ্বান জানান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শীঘ্রই জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রামের প্রশাসনিক ইউনিট সন্দ্বীপে স্থাপনের দাবি জানান। এ সময় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।