মিত্র বদলে ফের বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ

| বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

বিজেপির সঙ্গ ছাড়ার পর অন্যদের নিয়ে মহাজোট গড়া জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) নীতিশ কুমারই ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে ফিরছেন। গতকাল স্থানীয় সময় দুপুর ২টার দিকে তাকে শপথ পড়ানো হবে। এ নিয়ে অষ্টমবার তিনি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যটির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। খবর বিডিনিউজের। এদিন নীতিশের সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) তেজস্বী যাদবও শপথ নেবেন বলে জানিয়েছে এনডিটিভি। এ দুজন ছাড়া গতকাল আর কারও শপথ হওয়ার সম্ভাবনা নেই বলেও জানতে পেরেছে ভারতীয় এই সংবাদমাধ্যমটি। ‘৭ দলের মহাগাঁটবন্ধন, স্বতন্ত্র একজনও ঘনিষ্ঠভাবেই কাজ করবেন, মঙ্গলবার বিহারের গভর্নরের সঙ্গে দ্বিতীয় বৈঠক শেষে বলেন নীতিশ।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়াকে সাহায্য করতে ইউক্রেনে ১ লাখ সেনা পাঠাতে তৈরি উত্তর কোরিয়া
পরবর্তী নিবন্ধক্রাইমিয়ায় রুশ বিমান ঘাঁটিতে বিস্ফোরণ