মিতু হত্যায় রিমান্ড শেষে কারাগারে আসামি সাইদুল

আজাদী অনলাইন | সোমবার , ২১ জুন, ২০২১ at ৭:২৩ অপরাহ্ণ

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ সোমবার (২১ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বাংলানিউজ
এর আগে গত বৃহস্পতিবার (১৭ জুন) বেলা পৌনে ১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার ভার্চুয়াল আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।
সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকু’র আইনজীবী রশিদুল ইসলাম তালুকদার বলেন, “মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ৩ দিনের রিমান্ড শেষে সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।”
তিনি বলেন, “সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলা সম্পর্কে সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকু কিছুই জানে না বলে রিমান্ডের প্রতিবেদনে উল্লেখ করেন মামলার তদন্ত কর্মকর্তা।”
এর আগে সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুকে গত ১৩ মে বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।
প্রসঙ্গত, নিখোঁজ কামরুল সিকদার প্রকাশ মুছা’র বড় ভাই সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুকে রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে গত ১২ মে রাত ৮টার দিকে গ্রেফতার করে র‌্যাব-৭। মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনের দায়ের করা হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহেফাজতের সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন আটক
পরবর্তী নিবন্ধনির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু