মিতু হত্যা মামলার আসামি ভোলা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

নগরীর ও আর নিজাম রোডে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গতকাল রাত ১০ টার দিকে নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান দৈনিক আজাদীকে বলেন, ভোলাকে আটক করা হয়েছে। তবে এখনই কিছু বলতে চাইছি না। পরে জানানো হবে। ২০১৬ সালের ৫ জুন নগরীর ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে গুলিতে নিহত হন মাহমুদা আক্তার মিতু।

পূর্ববর্তী নিবন্ধনারায়ণহাট ইউপির সাবেক চেয়ারম্যান আবু জাফরসহ ৮ জন কারাগারে
পরবর্তী নিবন্ধবিয়ের নামে ফাঁদে ফেলে প্রবাসী নারীর ‘কোটি টাকা আত্মসাৎ’