মিতু খুনের ময়নাতদন্তকারী চিকিৎসকসহ আরো পাঁচজনের সাক্ষ্য

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:২৩ পূর্বাহ্ণ

আলোচিত মাহমুদা খানম মিতু খুনের মামলায় আরো পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের তৎকালিন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাসক ও মিতুর ময়নাতদন্তকারী ডা. দেবপ্রতিম বড়ুয়া, তৎকালিন পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) ত্রিরতন বড়ুয়া, কন্সটেবল মো. আলমাছ মিয়া, বড় গ্যারেজ এলাকার একটি কুলিং কর্নারের মালিক সাগর দাশ ও একই এলাকার সিকিউরিটির কাজে কর্মরত আলাল মিয়া। গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন তাদের সাক্ষ্য রেকর্ড করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কেশব নাথ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ৬ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আদালত সূত্র জানায়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনএইচসিআর’র এক কর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্ত্রী মিতুকে খুন করিয়েছেন বাবুল আক্তার নিজেই, এমনটা উল্লেখ করে গত ১৩ সেপ্টেম্বর বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে ২০৮৪ পৃষ্ঠার ডকেট ও ২০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক। মিতু হত্যার ঘটনায় বাবুল ৬ বছর আগে যে মামলা করেছিলেন তাতেই তাকে প্রধান আসামি করে এই চার্জশিট দেয়া হয়। বাবুল ছাড়া চার্জশিটভুক্ত বাকি ৬ জন হলেন মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম মুসা ও মো. খায়রুল ইসলাম কালু।

এর আগে ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোড এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মিতু।

পূর্ববর্তী নিবন্ধশ্যালকের নেতৃত্বে ভগ্নিপতিকে অপহরণ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক