হাটাহাজারীতে মিতালী ফুটবল টুর্নামেন্ট গত শুক্রবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় হযরত আকবর শাহ জামশেদ স্মৃতি ফুটবল একাদশ ২-১ গোলে আল হাসেমী ফুটবল একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ্। বিশেষ অতিথি ছিলেন ১৩নং দক্ষিণ মার্দাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম, এ মজিদ, মিতালী সংঘের উপদেষ্টা সালামত উল্লাহ্, মিতালি সংঘের সাবেক সভাপতি কামাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রহমান, বর্তমান সভাপতি সিরাজ-উদ-দৌলা, সহ-সভাপতি শওকত আলী, নুরু উদ্দিন, রিদুয়ান আক্কাস, নজরুল ইসলাম, হাসান আল মামুন, আবু সাঈদ,প্রচার সম্পাদক সাব্বির আল জিকু এবং আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।