মীরসরাই মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক ও ১৯৭৩ ব্যাচের ছাত্র মোহাম্মদ মোশাররফ হোসেন।
এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ১৯৮২ ব্যাচের ছাত্র মোহাম্মদ রেজা খান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ১৯৯৩ ব্যাচের ছাত্র এম সাইফুল্লাহ দিদার, একই ব্যাচের ছাত্র বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামশেদ আলম, মিঠাছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম, পটিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ১৯৯১ ব্যাচের ছাত্র মোহাম্মদ সাইফুল করিম, ১৯৮৭ ব্যাচের ছাত্র মিঠাছরা বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ১৯৮৮ ব্যাচের ছাত্র মজহারুল ইসলাম চৌধুরী সোহেল। সভায় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ গঠন কল্পে মোহাম্মদ মোশাররফ হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এম সাইফুল্লাহ দিদার, জামশেদ আলম, নুরুল করিম, আব্দুল গফুর, আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ ইলিয়াছ। এছাড়া বিভিন্ন ব্যাচের একটি করে সমন্বয় কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।