মায়ের সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মেহেদি হাসান মিনহাজ (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকার মাহাবুবের ভাড়া ঘর থেকে পুলিশ ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।
নিহত মিনহাজ মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। সে কুমিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকার ভাড়াটিয়া মিজানুর রহমান প্রকাশ নিজাম উদ্দিনের পুত্র। পুলিশ জানায়, সকালে রান্না ঘরে কাজ করার সময় মা শাহেদা আক্তারের কাছে খাবার চায় মিনহাজ। এ সময় শাহেদা মিনহাজকে বকা দেন। মায়ের বকুনির পর অভিমান করে মিনহাজ রান্নাঘর থেকে চলে যায়। পরে মায়ের শয়ন কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। রান্নার কাজ শেষে দুপুরে খাবার খেতে মিনহাজকে ডাকতে যান মা শাহেদা। এ সময় ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখে তিনি ছেলেকে বের হতে একাধিকবার ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ ডাকার পরও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করেন। পরে বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা মিনহাজের মরদেহটি উদ্ধার করে। সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, যুবকের মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক সাজ্জাদ হোসেনের পিতৃবিয়োগ
পরবর্তী নিবন্ধনানার বাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু